ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) বাংলাদেশ অধ্যয়ন এর সাথে সম্পৃক্ত একাডেমিক, বিশ্লেষক এবং গবেষকদের প্ল্যাটফর্ম। এই ফোরাম ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত সমসাময়িক বিষয়ের ওপর গবেষনা, মতামত এবং নীতি-নির্ধারণ মূলক আলোচনার একটি মাধ্যম হিসেবে কাজ করে থাকে। গবেষণামূলক অধ্যয়নের ভিত্তিতে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি প্রদান করে, রাষ্ট্রীয় নীতি নিরীক্ষা করে এবং বাংলাদেশের সঙ্কট ও সম্ভাবনাকে উন্মোচন করে এমন প্রবন্ধ/নিবন্ধ এই ফোরাম প্রকাশ ও প্রচার করবে। এই ফোরাম বাংলাদেশ বিষয়ক পঠন-পাঠন সহ বৈশ্বিক মঞ্চে এর ভূমিকা তুলে ধরার লক্ষ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বিষয়ে আগ্রহী গবেষকদের কাছ থেকে বিশ্লেষণধর্মী লেখা আহবান করে।

Forum for Bangladesh Studies (FBS) brings academics, analysts, and practitioners studying Bangladesh together. It offers an outlet through its website to share rigorous studies, opinions, and policy suggestions on contemporary issues in Bangladesh. Essays and commentaries which offer critical perspectives grounded in empirical research, examine public policies and address problems and prospects of Bangladesh are published and disseminated by the Forum. The Forum invites contributions on social, political, economic, and technological issues which help understand Bangladesh and its role on the global stage.

©

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখার কপিরাইট সংশ্লিষ্ট লেখকের। যে কোনো লেখা/কন্টেন্ট এর পুনঃপ্রকাশ বা পুনরুৎপাদনের অনুমতি লেখকের কাছ থেকে নিতে হবে। এই ওয়েবসাইটের কন্টেন্ট অ-বাণিজ্যিক উদ্দেশ্যে বিনামূল্যে প্রচার করা যাবে এবং লেখার উৎসের স্বীকার করতে হবে।

Copyrights of all materials published on the website of Forum for Bangladesh Studies (FBS) belong to the respective authors. Permission to reproduce any content must be obtained from them. Dissemination of materials from this website for non-commercial purposes is free and requires acknowledging the source.